
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
রাজশাহীর বাঘায় গরুর গোয়াল ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ আগুনে দুইটি গরু ও তিনটি ছাগলের মৃত্যু হয়েছে। ঘটনাটি বাঘা পৌরসভার চক নারায়নপুর গ্রামের নজরুল ইসলাম শেখ এর বাড়ীতে ঘটেছে বলে জানা যায়। বৃহস্পতিবার ( ১২ জুন) রাত্রি ভোর সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে নজরুল ইসলাম শেখের বাড়ির গোয়াল ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ আগুন দ্রুত গোয়াল ঘরের আশেপাশে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষতিগ্রস্ত হয় ২টি গরু ও ৩টি ছাগল।
ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী নজরুল ইসলাম শেখ জানান , গরুর গোয়ালে মশা তাড়ানোর জন্য প্রতিদিনের ন্যায় আগুন জ্বালিয়ে ধোয়ার ব্যবস্থা করি। হঠাৎ ভোর রাতে ফজর নামাজের সময় সেখানে আগুনের সূত্রপাত হয় এবং আগুন দ্রুত ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। এবং এতে গোয়ালে থাকা ২টি গরু ও ৩ টি ছাগল পুড়ে মারা যায়। গোয়াল ঘরের সামনেই স্থানীয় লোকজনের সহযোগিতায় মৃত প্রাণী গুলিকে মাটিতে পুতে ফেলি। এতে আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এর বাসার সামনে নিয়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হওয়াতে আমাকে ২০ কেজি চাউল দিয়েছেন এবং পরবর্তীতে আর্থিক অনুদান ও অন্যান্য সরকারি অনুদান দেওয়ার আশ্বাস দিয়ে আগামীতে তার অফিসে দেখা করতে বলেন।
এবিষয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, আমি খবর পেয়ে ক্ষতিগ্রস্থ নজরুল ইসলাম এর সঙ্গে সরাসরি দেখা করেছি ও কথা বলেছি। তার জন্য সরকারি ভাবে আর্থিক অনুদানের ব্যবস্থা করব।