
জন্মভূমি ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১২টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই। যদি তিনি ইচ্ছা করেন, তাহলে তিনি নিজেই ফিরতে পারেন।”
বৈঠকে ভারতের ‘পুশ-ইন’ প্রসঙ্গ তুললে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “ভারত থেকে যাদের পুশ-ইন করা হচ্ছে, তারা সঠিক চ্যানেলে আসছে না। অনেক ক্ষেত্রে অমানবিকভাবে ঠেলে দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা ভারতের হাইকমিশনারকে জানিয়েছি।”
তিনি আরও বলেন, “এতে জনস্বাস্থ্যঝুঁকি বাড়ছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজেদের সচেতনতা। এখন সবাইকে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”