
নিজস্ব প্রতিবেদক :
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে মোহনপুর উপজেলাবাসী ও ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা।
তিনি শুভেচ্ছা বার্তায় উপজেলাবাসীর উদ্দেশ্য বলেন, সকল মুসলিম উম্মার জন্য অপেক্ষা করছে বছরের শ্রেষ্ঠতম আনন্দের দিন পবিত্র ঈদ-উল আজহা। আমি মোহনপুর উপজেলার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের ঈদ-উল আজহার অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
তিনি বলেন, ঈদ-উল আজহা হলো পৃথিবীর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদুল আজহা মানেই ত্যাগ করা ভ্রাতৃত্ববোধ, কোরবানীর খুশি আর আনন্দ নিয়েই আমাদের মাঝে সমাগত হয়।
ঈদ সব শ্রেণীর পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সোহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। সেই সাথে দেশবাসীর সুখ শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন এবং বিশ্বের মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও সফলতা কামনা করে জানায় “ঈদ মোবারক”