বনপাড়া পৌর শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে বনপাড়া পৌর মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমিনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর কর আদায়, উন্নয়নমূলক কর্মকান্ড, জন্ম-মৃত্যু নিবন্ধন ও ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত খসড়া বাজেট প্রসঙ্গে আলোকপাত করে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য এ্যাড.আব্দুল কাদের মিয়া ও এস.এম লুৎফর রহমান, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদ উজ জামান আসাদ, বনপাড়া পৌর বিএনপি নেতা এবিএম ইকবাল হোসেন রাজু, পৌর প্রকৌশলী মো. আতাউর রহমান, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রমুখ। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমজাদ হোসেন সহ এলাকার সুধীমন্ডলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *