মো: আব্দুস সালাম ভ্রাম্যমান প্রতিনিধি :
আজ বৃহস্পতিবার(১৫ মে) রাজশাহী থেকে চলতি মৌসুমে বাজারজাত করতে আম গাছ থেকে আম সংগ্রহ শুরু করেছে কৃষক ও ব্যবসায়ীরা।
মৌসুমি এ ফলটি যাতে প্রাকৃতিকভাবে পরিপক্ক হয়, সেজন্য গত ৭ মে রাজশাহী জেলা প্রশাসক আম সংগ্রহ ও বিপণন সম্পর্কিত অংশীজনদের সঙ্গে এক সভায় ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেন।
ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ মে থেকে স্থানীয় গুটি আম গাছ থেকে সংগ্রহ করে বাজারজাত করা যাবে। ২০ মে থেকে রানিপছন্দ, গোপালভোগ ও লক্ষ্মণভোগ এবং ৩০ মে থেকে হিমসাগর অথবা ক্ষীরশাপাতি আম সংগ্রহ করা যাবে।
এছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা, ১৫ জুলাই থেকে গৌড়মতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি আম সংগ্রহ করা যাবে। সভায় জানানো হয়, এ বছর রাজশাহীর ১৮ হাজার ৫১৫ হেক্টর জমির বিভিন্ন আমবাগান থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, অপরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণ ঠেকাতে প্রশাসন সতর্ক থাকবে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। আম পরিবহন ও বাজারজাতকরণ সফল করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি