হিলি স্থলবন্দরে বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন

সোলায়মান মন্ডল রংপুর বিভাগীয় ব্যূরো প্রতিনিধি
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানিতে বাধা দুরীকরণ সহ বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন কর্তৃপক্ষ তাদের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংগঠনটির সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ থেকে হিলি স্থলবন্দরের বেসরকারী ওয়্যারহাউজ লীজ নিয়ে “পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড” তাদের কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু তারা লীজের শর্ত না মেনে পণ্য লোড-আনলোডের ক্ষেত্রে বৈষম্য তৈরী করছে। এরফলে ব্যবসায়ীদের পণ্য লোড-আনলোডে অতিরিক্ত ব্যয় হচ্ছে। এছাড়া পণ্যের এইচএস কোড নির্ধারণে কাস্টমসের দ্বৈতনীতির কারণে বন্দরে দিনদিন পণ্য আমদানি-রপ্তানির হার অনেক কমে গেছে।
সংবাদ সম্মেলনে মো. ফেরদৌস রহমান আরও বলেন, সরকারকে এসব বৈষম্য দুর করে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরী ও অনিয়ম বন্ধে পদক্ষেপ নিতে হবে। না হলে ব্যবসায়ীরা আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে। সমস্যাগুলোর দ্রæত নিরসন করা না গেলে ব্যবসায়ীরা এক সময় হিলি বন্দর থেকে মুখ ফিরিয়ে নিবে। ফলে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে এবং ব্যবসায়ীরা পথে বসবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম মন্ডল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *