মোছাঃ নিছপা আক্তার
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: বাহুবলে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১১ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামের কবরস্থান থেকে একটি গাছের ডালে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশটি উক্ত গ্রামের মৃত মাহমুদউল্লার ছেলে
আঞ্জব আলী(৬০) এর।
স্থানীয় ওয়ার্ড মেম্বার হাবিব উল্লাহ মৃতের পারিবারিক তথ্যের বরাত দিয়ে জানান, আঞ্জব আলী ছিল মানষিক রোগী। শুক্রবার বিকালে সে বাড়ী হতে বের হয়। কিন্তু রাতে আর বাড়ি ফিরেনি।
শনিবার সকালে স্থানীয়রা শনিবার (১০ মে) সকালে কবরস্থানের গাছে লাশ ঝুলন্ত দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কবরস্থানের ছাটনি গাছের ডালে গায়ের শার্ট ও মাফলার দিয়ে ফাস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।