জয়পুরহাটে হত্যা চেষ্টা ও অস্ত্র মামলার চার আসামি ফরিদপুরে গ্রেপ্তার

সুকমল চন্দ্র বর্মন (পিমল) জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে হত্যা চেষ্টা ও অস্ত্র মামলার চার আসামিকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। শুক্রবার রাতে পৃথক দুটি অভিযানে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী।

তিনি জানান, গত ১৪ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে পাঁচবিবি পৌর বাজারে ‘নিউ গার্মেন্টস অ্যান্ড ক্লথ স্টোর’-এর সামনে বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন ভিকটিম মো. শামীম হোসেন (৩১)। এ সময় রাজনৈতিক বিরোধের জেরে মোছা. সাবেকুন্নাহার শিখার (২৭) পূর্বপরিকল্পনা ও নির্দেশনায় অজ্ঞাতনামা কয়েকজন মোটরসাইকেলে এসে শামীমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। শামীম অল্পের জন্য প্রাণে রক্ষা পান। পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে মো. রুবেল হোসেন (৩২) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করে পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।

এ ঘটনায় শামীম হোসেন পাঁচবিবি থানায় মামলা করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১০ এর সহযোগিতা চেয়ে একটি অধিযাচনপত্র দেন। এর ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. রাজুকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১টার দিকে ফরিদপুরের টেপাখোলা এলাকায় আরও একটি অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম জালাল মোল্লা, পান্নু শেখ ও রাকিব শেখকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *