এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রাম শহরের ঐতিহাসিক রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে তীব্র রোদ ও দাপদাহ ঠেকাতে পারেনি লক্ষ-লক্ষ নেতা-কর্মী ও বিএনপি পাগল মানুষদের কে। প্রচন্ড গরম উপেক্ষা করে চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীর এবং অন্যান্য এলাকা থেকে নেতা-কর্মী ও বিএনপি/’ধানের শীষ’ পাগল সাধারণ মানুষ সকাল থেকে সমাবেশস্থলে উপস্থিত হয়ে জানান দেয় বাংলাদেশের মাটিতে এখনো বিএনপি’র জনপ্রিয়তা আকাশচুম্বী রয়েছে। যার উদাহরণ হিসেবে আগামীর জন্য মাইলফলক দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রাম শহরের সু’বিশাল জায়গা রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ‘তিল ধারণের ঠাঁই’ না থাকার মধ্যে দিয়ে।
‘তারুণ্যের এ সমাবেশে’ সমবেত হয়েছেন চট্টগ্রাম ছাড়া ও ফেনী এবং কুমিল্লা সহ অন্যান্য এলাকা থেকে হাজার-লক্ষ নেতা-কর্মীরা। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসেছেন তারা।
শনিবার (১০ মে) বিকেলে সমাবেশ শুরুর আগে উদ্দীপনামূলক গান পরিবেশন করা হচ্ছে।
দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন নেতা-কর্মীরা।
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে সমবেত হয়েছেন।
নামে মাত্র তারুণ্যের সমাবেশ কিন্তু হয়ে যায় মহাসমাবেশ! আর এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ কেন্দ্রীয় অন্যান্য নের্তৃবৃন্দরা ছাড়া স্থানীয় পর্যায়ে মহানগর, জেলা ও বিভিন্ন উপজেলার দায়িত্ববান নের্তৃবৃন্দরা ও বক্তব্য রাখেন।
এ প্রোগ্রামের বিশেষ আকর্ষণ লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’।
বিএনপি’র দায়িত্বশীল সূত্র জানায়, সমাবেশে চট্টগ্রাম মহানগর সহ বিভাগের ৯৯টি উপজেলার নেতা-কর্মীরা মিছিল নিয়ে অংশ নিয়েছেন। নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো চট্টগ্রাম।
মহাসমাবেশ সফল করতে কেন্দ্রীয় নির্দেশনায় বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নানাবিধ: প্রস্তুতি নিয়ে সমাবেশের সার্থকতা ফূটিয়ে তুলেছেন।।
সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে হয়েছে একাধিক প্রস্তুতি সভা ও প্রচারণা কার্যক্রম।
বিএনপি’র এ তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছেন চট্টগ্রামের কৃতিসন্তান ও চট্টগ্রামবাসীর গর্ব জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বিএনপি’র একাধিক নেতা বলেন, তীব্র গরম উপেক্ষা করে সমাবেশে হাজার হাজার নেতা-কর্মী যোগ দিয়েছেন। রাজনৈতিক ভাবে তরুণদের সচেতন করা, দেশপ্রেম জাগ্রত করা এবং আগামীর রাষ্ট্র নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই তারুণ্যের এ সমাবেশ বলে ও তারা উল্লেখ করেন।
এ রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত সমাবেশ চলছিলো বিধায় সমাবেশে যে সব নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রেখেছেন তার বিস্তারিত লেখা সম্ভব হয়নি। বিস্তারিত পরবর্তীতে নিউজ এ আসছে।
চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপি’র তারুণ্যের সমাবেশে জনস্রোত ঠেকাতে পারেনি তীব্র রোদ ও দাপদাহ
