এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: বিএনপি’র তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ ১০ মে (শনিবার) চট্টগ্রাম মহানগরীর সিআরবি ও কদমতলী-দেওয়ানহাট সংলগ্ন রেলওয়ে পলোগ্রান্ড মাঠে অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ জন্য সমাবেশের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার (৮ মে) দুপুরে নগরীর সমাবেশস্থল পলো গ্রাউন্ড মাঠ পরিদর্শন করেন বিএনপি’র কেন্দ্রীয় নের্তৃবৃন্দরা।
এ সময় কেন্দ্রীয় বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক এরশাদ উল্লাহ, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইকবাল, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশের বিষয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ যৌথভাবে সংবাদ মাধ্যম কে বলেন, আমাদের হাজার হাজার নেতা-কর্মী সমাবেশে অংশগ্রহণ করবেন। সমাবেশ কে ঘিরে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আশা প্রকাশ করে বলেন, সমাবেশে প্রায় চার/পাঁচ লাখ মানুষ অংশগ্রহণ করবেন।
চট্টগ্রামের পলো গ্রাউন্ড এ আগামী কাল’র বিএনপি’র তারুণ্যের সমাবেশস্থল পরিদর্শনে কেন্দ্রীয় নের্তৃবৃন্দরা
