রাজবাড়ীর রতন ক্লিনিকে অপারেশন বন্ধের নির্দেশ

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকায় অবস্থিত বেসরকারি ডা. রতন ক্লিনিকে ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিকটির অপারেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

ঘটনার পর জেলা স্বাস্থ্য বিভাগ গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার (৬ মে) রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, গঠিত তদন্ত কমিটির সুপারিশ এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায়, ক্লিনিকটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের অপারেশন কার্যক্রম স্থগিত রাখতে হবে। ভবিষ্যতে ক্লিনিকের কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন কমিটির সুস্পষ্ট মতামত এবং পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

জানা গেছে, গত ২৩ এপ্রিল রাতে ওই ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন শাহানা বেগম (৩০)। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

মৃত শাহানা বেগম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা সাঈদ সরদারের মেয়ে। তার স্বামীর নাম ওমর ফারুক, বাড়ি পাবনার ঢালারচরে।

এ ঘটনার পর ২৭ এপ্রিল জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ছিলেন ডা. রত্না পোদ্দার (গাইনি অ্যান্ড অবস), সদস্য ছিলেন ডা. প্রদীপ কান্তি পাল (এনেসথেসিয়া) এবং ডা. মো. সোহেল শেখ (মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস)। তদন্তে ক্লিনিকের নোংরা পরিবেশ, অপারেশন থিয়েটারে অনিয়ম এবং চিকিৎসা কার্যক্রমে গাফিলতির অভিযোগ উঠে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও রতন ক্লিনিকে একাধিকবার ভুল চিকিৎসা ও অপারেশনের কারণে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে প্রতিবারই এসব অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। মৃত প্রসূতির পরিবার দাবি করেছে, ঘটনার পর তাদের ৪ লাখ টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ক্লিনিক কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগ, এই ক্লিনিকে অহরহ এমন মৃত্যুর ঘটনা ঘটে আসছে। ফলে দুর্নাম কুড়িয়েছে প্রতিষ্ঠানটি।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *