ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই’র বড় তাকিয়ায় সড়ক দুর্ঘটনায় তরুণী নিহত

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই’র বড় তাকিয়া এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় সাদিয়া আফরিন জুঁথী নামক এক তরুণী নিহত হয়েছে।
নিহত জুঁথী মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার সময় সে রিক্সারোহী ছিলো। দুর্ঘটনাস্থল এলাকায় তাকে বহন করা রিক্সাটিকে দ্রতগামী একটি যাত্রীবাহী বাস পেছন প্রচন্ডভাবে ধাক্কা দেয়। এতে সে অটো রিক্সায় থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
তবে, স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে দুর্ঘটনাস্থল এলাকার অদুরে অবস্থিত বড় তাকিয়া রেসিডেন্সিয়াল প্রাইভেট হাসপাতালে
নিয়ে গেলে কর্তব্যরত: চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব ( রাত সাড় দশ টা) পর্যন্ত ওই তরুণীর মরদেহ হাসপাতালে পড়ছিলো।
এর বাইরে বিস্তারিত আর কিছু জানা যায়নি।