অতিরিক্ত ভাড়া আদায়, রাজশাহীতে গ্রামীণ ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা
রাজশাহী থেকে ফেনীর বাস ভাড়া ১ হাজার ৩৬১ টাকা। কিন্তু তার কাছ থেকে নেওয়া হয়েছে এক হাজার ৮০০ টাকা। এমন ঘটনা দেখে রাজশাহীতে গ্রামীণ ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আল্পনা ইয়াসমিন।

শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসের বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন এবং কাউন্টারগুলোকে অতিরিক্ত ভাড়া নেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেন।

আল্পনা ইয়াসমিন জানান, ঈদ পরবর্তী সময়ের টিকিটের ক্ষেত্রে অনলাইনে বেশি দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অনলাইনে ভাড়া কমিয়ে প্রদর্শন করার জন্য কাউন্টারগুলোকে ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে। কাউন্টার এলাকায় বিআরটিএ’র ভিজিল্যান্স টিম থাকছে। কোনো কাউন্টার বেশি ভাড়া নিলে যাত্রীরা অভিযোগ করলেই ব্যবস্থা নেওয়া হবে