জয়পুরহাটে শহীদ বিশালের পরিবারকে ঈদ উপহার দিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা

সুকমল চন্দ্র বর্মন (পিমল)জেলা প্রতিনিধিঃ
জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জয়পুরহাট শহরে মৃত্যবরণ করা শহীদ বিশালের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।২৮ শে মার্চ (শুক্রবার) দুপুরে শহীদ বিশালের বাড়িতে যান নির্বাহী অফিসার মহদোয়। এসময় তিনি শহীদ বিশালের বাবার হাতে পরিবারের সবার জন্য ঈদের নতুন জামা কাপড়, চিনি সেমাই সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদান করেন। এসময় তিনি শহীদ বিশালের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শহীদ পরিবারের খোঁজ খবর নেন। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন, ছাত্র প্রতিনিধি মোঃ আল-আমিন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
গত ৪ আগষ্ট/২৪ জয়পুরহাট শহরের পাঁচুরমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়ে মোঃ নজিবুল সরকার বিশাল শহীদ হন। শহীদ বিশাল উপজেলার রতনপুর গ্রামের আব্দুল মজিদুল সরকারের ছেলে। সে পাঁচবিবির নাকুরগাছি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে একাদ্বশ শ্রেণীর ছাত্র ছিল।