বাঘায় রেড ক্রিসেন্ট সোসাইটির ইফতার মাহফিল। 

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।

 

রাজশাহী বাঘায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করে রেড ক্রিসেন্ট সোসাইটি বাঘা উপজেলা শাখা। বৃহস্পতিবার (২৭ মার্চ) রহমতুল্লাহ্ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ইফতার মাহফিল আয়োজন করে স্বেচ্ছাসেবী এ সংগঠনটির নেতৃবৃন্দরা।

ইফতার মাহফিলে রাজশাহী জেলা ইউনিটের টেনিং প্রশিক্ষণ আসিফ রহমান গুনজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা রহমাতুল্লাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবুল হোসেন ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের যুব প্রধান- ২ মোসাদ্দেক হোসেন প্রান্ত।

উক্ত ইফতার মাহফিলের তত্ত্বাবধানে ছিলেন, উপ-দলনেতা মো রাজু আহমেদ ও উপদলনেতা- ২ বাশার।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা শাখার ইয়ুথ কমিটির সদস্য জিসান, সাদিয়া, মিম, আরোহী, শিমুল, তূর্য আবির আলিফ রাজু জনি, শান্তা ইত্যাদি সহ সংগঠনটি অন্যান্য নেতৃবৃন্দ।