নাটোর লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা,বাবা-মেয়ে নিহত ।

মোঃ আব্দুস সালাম:
নাটোরের লালপুর উপজেলার
কদিমচিলান ইউনিয়নে গোধড়া এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছেন।
২৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গোধড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, শাহরিয়ার হোসেন শাকিল ও তার দুই বছরের শিশু সন্তান।
সূত্রে জানা যায়,যশোর থেকে ঢাকাগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে চুমড়ে যায়। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার হোসেন শাকিল ও দুই বছরের শিশু বাচ্চাকে মৃত ঘোষণা করেন