আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাকওয়ার গুণাবলী অর্জন অপরিহার্য*

দুর্গাপুরে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন

র‌বিবার (১৬ মার্চ) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার উজালখল‌সি উচ্চ বিদ্যালয় মাঠে কিসমত গন‌কৈড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথাগুলো বলেন নুরুজ্জামান লিটন।

নুরুজ্জামান লিটন এ সময় আরও বলেন, দারিদ্র্য বিমোচনে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নাই। এ ব্যাপারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

কিসমত গন‌কৈড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ‌্যাপক জা‌বের আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আঃ আ‌জি‌জের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম ও ইসলামী ছাত্রশি‌বির রাজশাহী পূর্ব জেলার সেক্রেটারি আব্দুর রব।
ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, কর্মপ‌রিষদ সদস‌্য অধ্যাপক আমজাদ হো‌সেন, দুর্গাপুর পৌর আমীর নুর আলম, রাজশাহী মহানগর জামায়াত নেতা র‌ফিকুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন সে‌ক্রেটারী রেজাউল ক‌রিম, ঝালুকা ইউনিয়ন সে‌ক্রেটারী প্রভাষক র‌ফিকুল ইসলাম, মাওলানা আঃ কা‌দের সরকার, ইয়াছিন আলী মেম্বার, অধ্যাপক আইয়ুব আলী, মাওলানা আঃ জব্বার, জুবায়ের আল মাহমুদ, আকরাম আলী প্রমূখ।