বাঘায় মাদ্রাসা পড়ুয়া ছাত্রের আত্নহত্যা ।

বাঘা,রাজশাহী প্রতিনিধি।
রাজশাহীর বাঘায় মারুফ ইসলাম (১২) নামের এক মাদ্রাসায় পড়ুয়া ছাত্র আত্মহত্যা করেছে। শনিবার ( ১৫ ই মার্চ) দুপুর ১২ টার দিকে মারুফ ইসলাম তার নিজ বাড়ীতে গলায় রশি দিয়ে আত্নহত্যা করে বলে জানা যায়।
মৃত মারুফ ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের মোঃ শামরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ ইসলামের বয়স ১২ বছর। সে মাদ্রাসার ছাত্র। শনিবার সকাল ১১ টার সময় মারুফ মাদ্রাসায় কাউকে না জানিয়ে নিজ বাড়ীতে চলে আসে। মাদ্রাসায় ঠিকমত পড়াশোনা না করে বাড়ীতে চলে আসার জন্য তার পরিবারের লোকজন বিভিন্ন কথা বলায় অভিমানে সে এই ঘটনা ঘটিয়েছে।
এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান জানান, এবিষয়ে কারও কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি তার পরিবারের কাছেই রয়েছে। থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।