সিরাজগঞ্জে হাত-পা ও মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধার

জন্মভূমি নিউজ ডেক্স
সিরাজগঞ্জের কাজীপুরে এক ব্যক্তির হাত-পা ও মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ৪৫ বছর বয়সী এনামুল হক একই উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গ্রামের আবু সাঈদের ছেলে।

কাজীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সড়কের পাশে একটি মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতেই ঘটনাস্থলে গিয়ে হাত-পা ও মুখে স্কচটেপ পেঁচানো মরদেহটি মাটিতে পড়ে থাকতে দেখেন তারা। পরে ঘটনাস্থল থেকে আলামত জব্দ করেন তারা।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।