মোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার ৮ই মার্চ বেলা ১১ টার দিকে উপজেলা হল রুমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।
স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মেডিক্যাল অফিসার ডা. ফারহানা ইয়াসমিন শিখা, আইসিটি কর্মকর্তা সহিদা আক্তার।এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন মহিলা সমিতির সভানেত্রী ও সদস্য বৃন্দরা।