৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব

জন্মভূমি নিউজ ডেস্ক :
নীলফামারী-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৩টার দিকে রংপুর সিএমএম আদালতের বিচারক সয়েবুর রহমান এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান ১৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে আদালতে তোলা হয়।

গত বুধবার মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের নেতৃত্ব দেন রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার মো. মজিদ আলী।

পুলিশ আদালতকে জানায়, আসামি মুন্না হত্যা মামলার ৬০ নম্বর এজাহারনামীয় আসামি। তিনি বৈষম্যবিরোধী অন্দোলন দমন করার ব্যাপারে অন্যতম মাস্টারমাইন্ড।

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলন দমন করার জন্য অর্থ প্রদানসহ ৫ হত্যাকাণ্ড সংঘটিত করার অন্যতম মাস্টারমাইন্ড। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অনেক তথ্য উদঘাটিত হবে বলে আশা প্রকাশ করেন। আদালত বক্তব্য শুনে চার দিনের রিমান্ড মজ্ঞুর করেন। পরে তাকে পুলিশি পাহারায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী ইফা আকতার বলেন, ‘আমি রিমান্ড বাতিল চেয়ে জামিন মঞ্জুর করার আবেদন করেছিলাম। বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মজ্ঞুর করেছেন।’

গ্রেপ্তার হওয়া আফতাব উদ্দিন সরকারের নামে রংপুর মেট্রোপলিটান কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা এবং নীলফামারীর ডিমলা ও সদর থানায় দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।