বানেশ্বরে কীটনাশক পানে কৃষকের মৃ/ত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ পশ্চিমপাড়া গ্রামের সানাউল্লাহ (৭২) নামের এক কৃষক কীটনাশক পানে আ*ত্মহ*ত্যা করেছেন।
রাজশাহী মেডিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৪মার্চ) বেলা ১২টার সময় মৃ*ত্যুবরণ করেন।
পুঠিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন এতথ্য নিশ্চিত করেন। মৃ*ত ঐ কৃষক বিড়ালদহ পশ্চিমপাড়া এলকার মৃত হাই আলী মন্ডল ছেলে।
জানা যায়, মৃ*ত সানাউল্লাহ গতকাল সোমবার দুপুর অনুমান ১১টা ৪৫ মিনিটে পেয়াজ ক্ষেতে কাজ করা কালীন কীটনাশক পান করার পরে মাঠে অসুস্থ্য হইয়া পড়িলে তার ছেলে ও আশে পাশের লোকজন তাকে চিকিৎসার জন্য পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১২টার সময় মৃ*ত্যুবরণ করেন।
স্থানীয় জন-সাধারনসহ ভিকটিমের পরিবার বিষপানের বিষয়ে জানান যে, ভিকটিম দীর্ঘদিন যাবৎ প্রশ্রাবে অতি জ্বালাপোড়া জনিত সমস্যা সহ অন্যান্য জটিল রোগে ভুগছিলেন। ইতো পূর্বে তার অপারেশন করা হলেও রোগ থেকে মুক্তি পাননি। বিভিন্ন রোগের কারনে মানসিক অবসাদ গ্রস্থ হওয়ায় কীটনাশক পানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।