পরিবহন চালক বাস, ট্রাক, সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দর সাথে মত বিনিময় করেন

স্টাফ রিপোর্টার মোঃ নুরুল আলম
লামা থানার ওসি জনাব মোঃ তোফাজ্জল ও টি আই জনাব মোঃ মনজ্জির।
মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫ ইং, ঈদ কে সামনে রেখে পরিবহন চালক বাস, ট্রাক, সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন লামা থানার ওসি জনাব মোঃ তোফাজ্জল,টি আই জনাব মোঃ মনজ্জির। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আব্দুর রউফ, ভারপ্রাপ্ত সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম, সাবেক ভাই চেয়ারম্যান উপজেলা নেতা মোঃ আইয়ুব আলি কোম্পানি, পৌর সদস্য সচিব মোঃ ইউসুফ। বাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ নূর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া ভুট্টো, কেশিয়ার মোঃ নুরুছ সাফা আরো অনেকেই। লামা থানার ওসি মহদয় সকলের কাছে বিনীত অনুরোধ করেন। ঈদ কে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া যেন না নেওয়া হয় এবং চকরিয়া টু লামা, লামা টু জিদ্দাবাজার। এই দুইটি চলাচল রাস্তায় সর্বোচ্চ নিরাপত্তা বিধান করবেন যাতে করে চুরি, ডাকাতি, ছিনতাই এধরনের ঘটনা না ঘটে। প্রত্যেকের কথা বার্তা সুবিধা ও অসুবিধা গুলো শুনেন এবং সকলের কাছে সর্বত্র সহযোগিতা কামনা করেন।