কালাইয়ে মানববন্ধন ও অর্ধদিবস কর্মবিরতি

সুকমল চন্দ্র বর্মন (পিমল) কালাই, জয়পুরহাট।
জয়পুরহাটের কালাই উপজেলা প্রকৌশলীর দপ্তরের উদ্যোগে ২৬ শে ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০টায় উপজেলা কৌশলী কার্যালয়ের সামনে “বৈষম্যহীন বাংলাদেশ বিনির মানে প্রকৌশলী সমাজের যথার্থ মূল্যায়ন চাই” এ প্রতিপাদ্য সামনে রেখে আধা ঘন্টা মানববন্ধন ও অর্ধ দিবস কর্মবিরতি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন কালাই উপজেলা কৌশলী (ইঞ্জিনিয়ার) জনাব সিরাজুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেনের উপর এবং তার অফিস কক্ষে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও তাকে বিভিন্ন প্রকারের হুমকির প্রতিবাদে, সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলার উপজেলা প্রকৌশলীসহ অন্যান্য সহকর্মীদের, উপজেলা অফিস পক্ষে তালাবদ্ধ করে হয়রানি এবং ভীতি দেখানোর প্রতিবাদে দেশের সকল উপজেলা প্রকৌশলীগনের জীবনের নিরাপত্তা, নিরাপদ কর্ম ও পরিবেশ নিশ্চিন্তের দাবিতে মানববন্ধন ও অর্ধ দিবস কর্ম বিরতির মূল উদ্দেশ্য। এছাড়াও তিনি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস মহোদয়ের এ বিষয়ে সুদৃষ্টি কামনা করে তিনি বক্তব্য শেষ করেন । এ সময় উপজেলা প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিত ছিলেন।