রাজশাহীতে মহানগরে শিক্ষার্থীর টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই শিক্ষার্থীর নাম রনি হোসেন (২৫)। সোমবার রাতে রাজপাড়া থানায় ছিনতাইয়ের অভিযোগ করেন তিনি।
রনি হোসেন রাজশাহী নগরের নিউ গভ. ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহী নগরে থাকেন। তাঁর বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নগরের লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় চা পান শেষে মাদ্রাসা মাঠের পাশ দিয়ে হেঁটে আসছিলেন রনি। মাঠের পেছনে পুকুরের কাছাকাছি ও স্পোর্টিং ক্লাবের পাশে আসামাত্র দুই ব্যক্তি তাঁর পথরোধ করে। তারা বলতে থাকে, ‘এই, তোর পকেটে কী আছে? তোর পকেটে অবৈধ জিনিস আছে।’
এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে রনির গলায় ছুরি ধরে তাঁর মানিব্যাগ কেড়ে নেয় ওই দুই ব্যক্তি। মানিব্যাগে ১০০ টাকা রেখে বাকি ৪ হাজার ২০০ টাকা কেড়ে নিয়ে যায় তারা। যাওয়ার সময় বলে যায়, ‘প্রাণভিক্ষা দিলাম, কাউকে বলবি না।’
রনি বলেন, ছিনতাইয়ের শিকার হওয়ার পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে যান। পরে সেখান থেকে রাজপাড়া থানায় অভিযোগ করার কথা বলা হয়। তাঁদের কথামতো রাজপাড়া থানায় গিয়ে গতকাল রাতেই অভিযোগ করেছেন।
রনির ভাষ্য, সন্ধ্যা হলেই পুলিশকে আর পাওয়া যাচ্ছে না। পুলিশ তৎপর না হলে এগুলো থেকে রেহাই পাওয়া যাবে না।
নগরের রাজপাড়া থানার ওসি আশরাফুল আলম বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। তাঁরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছেন। আর ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে