পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করেছে রাজশাহী জেলা ছাত্রদল।

সাজ্জাদ মাহমুদ সুইট,রাজশাহী।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে রাজশাহী জেলা শাখার অন্তর্গত সকল শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরি ধারাবাহিকতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থী ছাত্রনেতাদের জীবন বৃত্তান্ত আহ্বান করেছে রাজশাহী জেলা কমিটি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার ও সদস্য সচিব আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী জেলা ছাত্রদলের অন্তর্গত সকল শিক্ষা প্রতিষ্ঠানে
যারা সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থী হতে চান তাদেরকে আগামী ২৫.০২.২০২৫ইং তারিখের মধ্যে রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার ও সদস্য সচিব আল আমিন-এর নিকট জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।