চট্টগ্রামের মীরসরাইয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামী আওয়ামী লীগ নেতার ফাঁসির দাবিতে মানববন্ধন

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে স্ত্রী হ’ত্যার দায়ে স্বামী আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিনের ফাঁ’সির দাবীতে মানববন্ধন করেছে হত্যাকান্ডে’র শিকার রিজিয়া আক্তার আখিঁর পরিবারের লোকজন।
স্ত্রী হন্তারক উক্ত মঈন উদ্দিন মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন রত: বলে নিশ্চিত হওয়া গেছে।
২৯ জানুয়ারি (বুধবার) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা সদরে মানববন্ধনে আখিঁর পরিবারের লোকজন উক্ত আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিনের ফাঁসির দাবী তুলে বিভিন্ন শ্লোগান সম্বৃদ্ধ ব্যানার ও প্লেকার্ড বহন করেন।
নিহতা আখিঁ হত্যাকান্ডে’র ঘটনায় তার পিতা শাহ আলম বাদী হয়ে স্থানীয় জোরারগঞ্জ থানায় মঈন উদ্দিনকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় বর্তমানে মঈন উদ্দিন জেলহাজতে রয়েছেন বলে সূত্র জানিয়েছে