রাজশাহীতে ডিএক্স নিউ এনার্জির গ্রুপের যাত্রা শুরু

নিজস্ব সংবাদদাতা
ডিএক্স গ্রুপের অন্যতম বিজনেস কনসার্ন ডিএক্স নিউ এনার্জি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিশ্বখ্যাত আইমা, লুইআন ব্র্যান্ডের ইলেক্ট্রিক স্কুটার নিয়ে পথ চলা শুরু করলো রাজশাহীতে। গ্রীণ টার্গেট ডিএক্স নিউ এনার্জির ডিলার হিসেবে ডিএক্স এর ইলেক্ট্রিক স্কুটার রাজশাহীতে পরিবেশন করবে। ইতিমধ্যে শহরের কাদিরগঞ্জে ডিএক্স নিউ এনার্জির ব্র্যান্ড শোরুম স্থাপন করা হয়েছে।
ইতিমধ্যে বিশ্বখ্যাত আইমা এবং লুইআন ব্র্যান্ড বাংলাদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে এক লক্ষ বারো হাজার টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকার মধ্যে চারটি ভিন্ন মডেল পাওয়া যাচ্ছে। এই মডেল গুলি পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি সেবা এবং আকর্ষণীয় গিফট সহ পাওয়া যাচ্ছে।
বুধবার (২২ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএক্স গ্রুপের ফাউন্ডার অ্যান্ড সিইও দেওয়ান কানন, ডিএক্স গ্রুপের ডিরেক্টর লিটন বিশ্বাস, সিবিও, সিএমও তারেক ইসলাম শুভ, ডিএক্স নিউ এনার্জির হেড অব বিজনেস হারুন অর রশীদ, ব্রান্ড মার্কেটিং এর ইন-চার্জ মো: জান্নাতুল নাঈম।
এছাড়াও গ্রীণ টার্গেটের পক্ষ থেকে সার্বিক সহায়তায় উপস্থিত ছিলেন, মো: নজরুল ইসলাম, ওমর ফারুক সুমন, রফিকুল ইসলাম সনি ও মো: সোহাগ আলী।