কালাইয়ে তারুণ্যের উৎসব উদযাপন ও নতুন বিনির্মাণে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সিনিয়র স্টাফ রিপোর্টার রামবাবু বর্মন
জয়পুরহাটের কালাই পৌরসভা প্রশাসনের উদ্যোগে ৬ জানুয়ারি ২০২৫ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক তারুণ্যের উৎসব উদযাপন করা হয়। উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শামীমা আক্তার জাহান, যিনি অনুষ্ঠানের সভাপতিত্বও করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর “নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভাবনা” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন পৌরসভার পরিদর্শক মোস্তা হাসান। কর্মশালায় বক্তব্য রাখেন:
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন
উপজেলা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম
পৌর ইঞ্জিনিয়ার একেএম সাইফুল ইসলাম
উপজেলা সমাজসেবা অফিসার মোয়াজ্জেম হোসেন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ নাজনীন ডেইজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার (সোহেল) এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব।
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনার মাধ্যমে তরুণ প্রজন্মের চিন্তাভাবনার গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনা শেষে ইউএনও মহোদয় শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা জানান।
অনুষ্ঠানটি তরুণদের নতুন বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করার এক উদাহরণ হিসেবে প্রশংসিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী শিক্ষক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।