হুজরীপাড়া ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর পবা উপজেলার ২ নং হুজুরীপাড়া ইউনিয়নের উদ্যোগে আফিনেপাল পাড়া স্কুল মাঠে ৩১ই ডিসেম্বর ২০২৪ইং তারিখ, রোজ মঙ্গলবার গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী হুজরীপাড়া ইউনিয়ন আমীর রাসেল রহমান লিটন এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মোঃ সফিকুল ইসলাম ভুট্রোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল কালাম আজাদ চেয়ারম্যান হড়গ্রাম ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্ণহার থানার নায়েবে আমির রফিকুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম সুরাপ, মাওলানা মোঃ সিরাজুল ইসলাম সভাপতি ৬ নং ওয়ার্ড, সাংবাদিক জাকির হোসেন ও স্থানীয় গন্নমাণ্য ব্যক্তিবর্গ। অতিথিবৃন্দ বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা দেশে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাড়াতে সর্বদা চেষ্টা করছে এবং দেশের মানুষের যে কোন বিপদ-মসিবতে সব সময় পাশে থাকবে। সর্বস্তরের মানুষ এখন জানে মানবতার একটি মাত্র দল হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যে কোন মানুষ জামায়াত নেতাকর্মীদের সাথে যোগাযোগ করলে তাৎক্ষনিক সাড়া দেয়া হবে বলেও তিনি তাদের কে আস্বস্ত করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে রাস্ট্র পরিচালনার সুযোগ পেলে সকল নাগরিক সমান অধিকার প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।