রাতের আঁধারে কম্বল নিয়ে শীতার্তদের পাশে নওগাঁর ডিসি

আব্দুল মজিদ মল্লিক, নিজস্ব প্রতিবেদক নওগাঁ: নওগাঁর মান্দায় রাতের আঁধারে শীতার্তদের কষ্ট নিবারণে কম্বল নিয়ে খেটে-খাওয়া,অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আউয়াল। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলা সদর প্রসাদপুর বাজারের চৌরাস্তায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।