চারঘাটে শীতার্তদের মাঝ কম্বল বিতরণ।

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
রাজশাহীর চারঘাট উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বুরো বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আয়োজনে ৫শ’ শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বুরো বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আবু সাঈদ সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক, বুরো বাংলাদেশ রাজশাহী বিভাগের ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক ও চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ।

কম্বল পেয়ে হতদরিদ্র ষাটোর্ধ্ব রাবেয়া খাতুন বলেন, এত শীত গেল কেউ আমাদের কেউ খোঁজ নিল না। এনজিও স্যাররা বাড়ি থেকে ডেকে এনে একটা কম্বল হাতে তুলে দেওয়ায় শীতে আর কষ্ট করতে হবে না। এ বছর এই প্রথম কম্বল পেলাম।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, বুরো বাংলাদেশ প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে শীতের কম্বল বিতরণ করছে। এতে প্রকৃত অসহায়-দরিদ্র মানুষের কাছে কম্বল পৌঁছে যাবে। তাদের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই।