পবার নওহাটায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ,অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আশংকায় স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক,
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার মধুসুদনপুর গ্রামে এক প্রভাবশালীর বিরুদ্ধে জোরপূর্বক জমিতে প্রাচীর দেওয়াল নির্মানের অভিযোগ পাওয়া গেছে।আর নিরীহ জমির মালিক ন্যায়বিচারের আশায় থানা ও আদালতে দিনের পর দিন কাগজপত্র নিয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লেও কোন সহায়তা পাচ্ছেন না বলে জানান।
ঘটনার বিবরনে জানা গেছে,পবার নওহাটা পৌরসভার মধুসূদনপুর গ্রামে প্রভাবশালী শাহাজান ও বেলোনা নাসরিন শসী মধ্যে(জে.এল ১০৩ মধ্যো অার এস ২১৭ নং খতিয়ান রহিমুদ্দিন দিং নামে)এই জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিবাদ লেগে আছে।
এনিয়ে দুই পক্ষের মধ্যে বিজ্ঞ আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে।খোঁজ নিয়ে দেখা যায়,বৈধ হস্তান্তরের ধারাবাহিকতায় সম্পত্তির বর্তমান মালিক মোসাঃ বেলোনা নাসরিন শশী।তাহার নামে তফসিল বর্ণিত সম্পত্তি দীর্ঘ জমা খারিজের ধারাবাহিকতায় ১০২৯৮/২০২২-২০২৪ নম্বর খারিজ কেস মূল নাম খারিজ বহাল আছে।যাহার প্রস্তাবিত খতিয়ান নম্বর -১৪২৬।
কিন্তু গত ২৩/০৫/২০২৩ ইং তারিখে মোঃ আকরাম আলী ও মোঃ আমজাদ হোসেন নামক দুইজন ব্যক্তি তাহাদের নামে তফসিল বর্ণিত সম্পত্তি খারিজ না থাকা সত্ত্বেও ভূয়া খারিজ কেস নম্বর ৯৩৮৮/৯-১/২০২২-২০২৩ উল্লেখ করিয়া দলিল লেখক এস.এম আয়নাল হক এর প্রত্যক্ষ সহযোগিতায় সম্পূর্ণ প্রতারনা ও জালিয়াতির মাধ্যমে মোঃ শাজাহান আলী বরাবরে ১০ শতক সম্পত্তি হস্তান্তর করতঃ৫৯৬৪ নম্বর এককালীন দানপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করিয়াছেন।
যাহাতে প্রকৃত মালিক মোসাঃ বেলোনা নাসরিন শশী অপূরনীয় ক্ষতি ও নানাবিধ মানসিক জটিলতা ও নিয়মিত হুমকির সম্মুখীন হয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত মামলা চালিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানান।বিষয়টি স্থানীয় কয়েকজন মানবিক লোকের দৃষ্টিগোচর হয় ও তাঁরা অসহায় শশীর পক্ষে দাঁড়ান।
এতে করে এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় এনিয়ে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন অত্র এলাকাবাসী।তাই অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগেই সংশ্লিষ্টগন বিষয়টি মীমাংসায় যথাযথ পদক্ষেপ নিবেন বলে আশা করছেন স্থানীয়রা