শালবাগান বাজার উপদেষ্টা পরিষদ ও বাজার ব্যবসায়ী গনের ৩১ দফার প্রচারণায়

জন্মভূমি নিউজ ডেক্স
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণায় নেমেছে শালবাগান বাজার উপদেষ্টা পরিষদ ও বাজার কমিটির ব্যবসায়ী বৃন্দ। বুধবার (২৫ ডিসেম্বর)বিলবোর্ডের মাধ্যেমে শালবাগান বাজার এলাকার প্রচারণা চালিয়েছে শালবাগান বাজার উপদেষ্টা পরিষদ ও বাজার কমিটির ব্যবসায়ী গন
এসময় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা শাহীন ইকবাল, অতিরিক্ত প্রধান উপদেষ্টা খুরশেদ আলী রুবেল, উপদেষ্টা সিরাজুল ইসলাম মঞ্জু, মোস্তাফিজুর রহমান নোমান, আব্দুল মতিন, হালিম, ফরিদ শেখ,লিয়াকত আলী লিটন,রফিকুল ইসলাম,আবুল কালাম আজাদ,আব্দুল গফুর শেখ,ইসরাফিল হোসেন বাবলু,সালবাগান ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার মনিরুজ্জামান মিনার,সাধারণ সম্পাদক আব্দুল মতিন,সমাজসেবক,আবু জাফর টুটু,সমাজসেবক,ইসতিয়াক আলী রাতুল,ব্যবসায়ী কোরবান আলী,ফাইরিং,হোসেন,বাপ্পী,লাট্টু,এসতো,নেহেরুল,রাজু,শরিফুল,আব্দুল আজিজ,সেলিম প্রমুখ।