রাজশাহী মহানগরীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয়ের মাস উপলক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩) দিনভর রাজশাহী বিশ্ববিদ্যায়ল (রাবি) হরিজন পল্লীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ও রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় ২০০ জন নারী-পুরুষের ব্লাড গ্রুপিং ও ৭০ জনের বিনামূল্যে ডায়েবেটিক পরীক্ষা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক আবদুস সামাদ, রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিটেন্ডন্ট অধ্যাপক ডা. হাসানুজ্জামান হাসু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালের অফিসার রফিকুল ইসলাম, সহ-অফিসার শহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতিহার থানা উত্তরের সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা, রাকিব আলী প্রমুখ।