চাঁদপুরে থেমে থাকা লঞ্চ থেকে ৫ জনের মরেদহ উদ্ধার

জন্মভূমি নিউজ ডেস্ক:
চাঁদপুরের মেঘনা নদীতে ভাসমান অবস্থায় থেমে থাকা লঞ্চ থেকে ৫ জনের মরদেহ পাওয়া গেছে। তিনজনের অবস্থা গুরুতর। তবে ডাকাতদের হামলায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

ঘটনাস্থলে গেছেন কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা। আজ সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১টার পর মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কামান্ডার লে. জেনারেল ফজলুল হক জানান, সার ভর্তি কার্গে জাহাজ এমভি আল-বাখেরায় ৫টি মরদেহ পাওয়া গেছে। জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে আসা হয়। এরপর লঞ্চের ভিতর থেকে ৫টি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো কম্বলে মোড়ানো ছিল। মরদেহের মাথা থেঁতলানো ছিল। এ সময় তিনজনকে মুমূর্ষু আবস্থায় উদ্ধার করা হয়। একজনের অবস্থা এখনও গুরুতর।