চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রামে প্রতিবেশীর চলাচলের রাস্তা বন্ধ করে ঘর তোলার অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার চেয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কামরুজ্জামান।

অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা যায়, উপজেলার মাঝগাঁও এলাকার বাসিন্দা ভুক্তভোগী কামরুজ্জামান ও তার ভাই সেলিম রেজা চলাচলের জন্য মাঝগাও মৌজাধীন আর এস খতিয়ান ১৩৮ ও১২২৭ এর ৪৬৮ নং দাগের ৯.৮৬ শতাংশ জমি ক্রয় করে রাস্তা নির্মাণ করে চলাচল করে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ শুরু করেন মোহাম্মদ আলী।

এ বিষয়ে কামরুজ্জামান বলেন, আমরা দুই ভাই চলাচলের জন্য জমিটি ক্রয় করে রাস্তা নির্মাণ করে দিয়েছি। এই রাস্তা আমাদের পরিবার সহ গ্রামবাসী ব্যবহার করেন।কিন্তু জোরপূর্বক মোহাম্মদ আলী রাস্তাটি বন্ধ করে দিয়ে ঘর নির্মাণ করেছেন। আমি প্রশাসনের কাছে এর সঠিক সমাধান প্রত্যাশা করছি।

এ বিষয়ে মোহাম্মদ আলী বলেন,,ওরাই আমার জমি দখল করে রাস্তা করেছিলো। এজন্য আমি রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করেছি।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন আমরা অভিযোগ পাওয়ার পর দুই পক্ষের সাথে কথা বললে তারা রাস্তাটি খুলে দেয়। কিন্তু পরে পুনরায় বন্ধ করেছে। এখন বিষয়টি আইনগত সমাধানের দিকে আগাচ্ছে