কালাইয়ে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ।

সুকমল চন্দ্র বর্মন (পিমল) কালাই, জয়পুরহাট।
জয়পুরহাটের কালাই উপজেলার ঝামুটপুর মানব কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ঝামুটপুর গ্রামের গরীব ও অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে অসহায় পরিবারদের বাড়ি বাড়ি গিয়ে এসব শীতবস্ত্র বিতরণ করেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশন এর সিনিয়র সহ-সভাপতি: তরিকুল ইসলাম তুহিন,সাধারণ সম্পাদক এমরান, ত্রাণ বিষয়ক সম্পাদক পারভেজ, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বিজয়সহ মনোয়ার হোসেন, তানভীর আহমেদ স্বাধীন,রাফাত হাসান নেহাল, সাদমান সাকিব, আরাফাত রহমান,তরিকুল ইসলাম মোহন ও আরো অন্যান্য সদস্যবৃন্দ।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এমরান জানান, প্রথম পর্যায়ে ঝামুটপুর গ্রামের ৫০ জন অসহায় ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সামনের দিনগুলোতে শীতার্তদের মাঝে আরো শীতবস্ত্র বিতরণের প্রক্রিয়া চলছে।