২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় সব সাজাপ্রাপ্ত আসামীকে খালাস দেয়ায় সিরাজগঞ্জে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক :
আজ ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব সাজাপ্রাপ্ত আসামীকে বেকসুর খালাস দেয়ায় সিরাজগঞ্জে আনন্দ মিছিল বের করা হয়। বিকেলে সিরাজগঞ্জ শহরের পৌর ভাষানী মিলনায়ন চত্বর থেকে মিছিলটি বের হয়।
মিথ্যা মামলা থেকে তারেক রহমান সহ সকল আসামীকে খালাস দেয়ার খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জড়ো হয় মিলনায়তন চত্বরে।পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,যুগ্ন সম্পাদক নূর কায়েম সবুজ, রাসেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সসম্পাদক মির্জা মোস্তফা জামান সহ অন্যান্য নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন। মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।