তরুণ প্রজন্মের উদীয়মান নেতা, তারুণ্যের অহংকার ও সমাজসেবী আলামিন হক বিজয়

দুর্গাপুর প্রতিনিধিঃ কে এই আলামিন হক বিজয় ?? কি তার পরিচয় ??
তিনি হলেন, দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়ন পারিলা গ্রামের নির্যাতিত নিপীড়িত ত্যাগী নেতা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মোহাম্মদ শামসুল হক সাহেবের সুযোগ সন্তান।
আলমিন হক বিজয় সম্বন্ধে জানতে চাইলে,
দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব অধ্যাপক জোবায়েদ হোসেনে বলেন, আলামিন হক বিজয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নির্যাতিত এবং ত্যাগী নেতার হাজী মোঃ শামসুল হকের ছেলে আলামিন হক বিজয় ছোট থেকে আমাদের সাথে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের রাজনীতি করে আসছে এবং বিভিন্ন সময়ে তিনি থানা,জেলা এমনকি কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সঙ্গে তার সু-সম্পর্ক আছে এবং তাদের সাথে রাজনীতি করেছেন,এখন পর্যন্ত আমাদের সাথে রাজনীতিতে সক্রিয় আছেন । নিঃসন্দেহে সে একজন সৎ, সাহসী, তরুণ নেতা। তিনি রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ার সুবাদে, এলাকায় বেশ নাম-ডাক সুনাম রয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবেই এটাই স্বাভাবিক,কিন্তু কিছু কুচক্রী মহল
তার সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে ।
এ সময় তিনি আরো বলেন। গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তাঁর পিতা হাজী মোঃ শামসুল হক ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ছিলেন এবং তিনি ছাত্র দলের রাজনীতি করতেন। তাঁর পরিবার বিএনপির রাজনীতি করায় নানা ভাবে নির্যাতিত। এলাকার আওয়ামী লীগ সমর্থিত নেতা কর্মীরা বিভিন্ন সময় তাঁর ঘরবাড়ি ভাংচুর, লুটপাট, নির্যাতন ও দফায় দফায় চাঁদা নিয়েছে। কিন্তু এখন সময় বদলে গিয়েছে তাই
আমরা সবাই আলামিন হক বিজয় ও তার পরিবারের পাশে আছি,অতীতেও ছিলাম এবং ভবিষ্যতে ও থাকবো ইনশাল্লাহ।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আলামিন হক বিজয় বলেন,
আমি রাজনৈতিক পরিবারের সন্তান, রাজনীতি আমার রক্তে এই বিএনপি’র রাজনীতি করার কারণে
বিগত ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় নিজ বাড়িতে একটা রাত ঘুমাতে পারিনি।
হয়েছি বিভিন্ন ভাবে মামলা হামলার শিকার, এমনকি নিজ এলাকা ছেড়ে ছিলাম ১৬ বছর। এমন ঘটনা কোন ব্যক্তি বা পরিবারের সাথে যেনো না ঘটে, আমি ৭ নং জয়নগর ইউনিয়ন বাসিকে সঙ্গে নিয়ে তার সুব্যবস্থা করবো এবং উন্নয়নের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ। আমি সমাজ কর্মে মাস্টার্স করেছি তাই সমাজের উন্নয়নে কাজ করা আমার মূখ্য উদ্দেশ্য, এবং এই জয়নগর ইউনিয়ন থেকে সন্ত্রাসী চাঁদাবাজ নির্মূল করব । আপনারা আমাকে দোয়া ও সমর্থন দিয়ে পাশে থাকবেন।