আত্রাইয়ে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসকে থানা প্রেসক্লাবের বিদায়ী সম্মাননা

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে নওগাঁর আত্রাইয়ে থানা প্রেসক্লাবের আয়োজনে গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আত্রাই থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও সঞ্চিতা বিশ্বাস কে বিদায়ী সম্মাননা দেওয়া হয়েছে।

আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি ফরিদুল আলম পিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় বিদায়ী সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।

এসময় বিদায়ী ইউএনও বলেন-আত্রাইয়ে তার কর্মজীব সময়ে আত্রাই থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সার্বিক সহযোগিতার জন্য ভুয়সী প্রশংসা করেন।

এছাড়াও বক্তব্য রাখেন আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও করতোয়ার উপজেলা প্রতিনিধি মুজাহিদ খাঁন, কার্যনির্বাহী সদস্য ও নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন,কার্যনির্বাহী সদস্য ও ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিক প্রমুখ। এ সময় সহকারী প্রশাসনিক অফিসার মোঃ আহসান হাবিব উপস্থিত ছিলেন।