কেশরহাটে জামায়েত ইসলামীর উদ্যোগে দুই দিন ব্যাপি তাফসীরুল” তাফসীর পেশ করবেন আমীর হামজা

মোহনপুর প্রতিনিধিঃ
মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় ২ দিন ব্যাপি তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।আগামীকাল শুক্রবার ও শনিবার ১১,১২ ই অক্টোবর কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বাদ আসর থেকে এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তাফসীরুল কোরআন মাহফিলে প্রথম দিন সভাপতিত্ব করবেন জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ মওলানা আবুল কালাম আজাদ, দ্বিতীয় দিনে সভাপতিত্ব করবেন জামায়েত ইসলামীর রাজশাহী পশ্চিমের সেক্রেটারী আলহাজ্ব মওলানা আব্দুল খালেক।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জামায়েত ইসলামী রাজশাহী পশ্চিমের আমীর অধ্যাপক আব্দুল খালেক।প্রথম দিনে তাফসীর পেশ করবেন হযরত কারী মাওঃ আব্দুল কাইয়ূম নিয়াজী,মোহনপুর উপজেলা জামায়েত ইসলামীর আমীর অধ্যাপক মওলানা জি,এ,এম আব্দুল আওয়াল, হাফেজ মওলানা আব্দুর রশিদ।২য় দিনে তাফসীরুল পেশ করবেন মুফতি মওলানা আমীর হামজা(কুষ্টিয়া),উপাধ্যক্ষ এফ,এম,ইসমাইল আলম আল-হাছানী,হাফেজ মওলানা হুসাইন আহম্মদ।