রাজশাহীতে ৫ দফা দাবিতে হালকা যানবাহনচালকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নগরের সাহেববাজার জিরো পয়েন্টে
পাঁচ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হালকা যানবাহনের চালক-শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। রাজশাহী জেলা হালকা যান শ্রমিক ইউনিয়ন এ আয়োজন করে।

মানববন্ধন থেকে পর্যাপ্ত সিএনজি ফিলিং স্টেশন চালু করা, গ্যাস সিন্ডিকেট বন্ধ করে ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখা, জেলাভিত্তিক গ্যাস বরাদ্দ রাখা, চালকদের সম্মানজনক বেতন-ভাতা, বিআরটিএতে হয়রানি ও দুর্নীতি বন্ধ করা এবং বিনা নোটিশে চালকদের চাকরিচ্যুতি বন্ধ করার দাবি জানানো হয়। দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অন্যদের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলার সভাপতি আব্দুস সামাদ, মহানগরের সেক্রেটারি খাইরুল ইসলাম, হালকা যান শ্রমিক ইউনিয়নের কাটাখালী থানা কমিটির আহ্বায়ক চঞ্চল চৌধুরী, রাজপাড়া থানার আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর কমিটির আহ্বায়ক মো. মিলনএবং শালবাগান আহবায়ক কমিটির সফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।।।