কালাইয়ে জুয়ারু ছেলেকে শাসন কালে আরেক জুয়ারু করলেন বাবার মাথায় আঘাত।

সুকমল চন্দ্র বর্মন কালাই, জয়পুরহাট।
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বিনোইল গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে সাগর (১৯)
৩০ শে সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত্রে বাড়িতে না বলে বাইরে গিয়ে জুয়ারুদের সাথে সারারাত জুয়া খেলছিল। পরের দিন তার বাবা সকালে জানতে পেরে তাকে বাড়িতে এনে চড় থাপ্পর দিয়ে শাসন করছিল। এমন খবর সাগরের জুয়া খেলা সহপাটি আকবর( ৩০), গোলাম (৪৫)পিতা সুলাইমান, মোকসেদ (৫০)পিতা সেলিম উদ্দিন তারা সবাই গ্রামের বাসিন্দা। ওইসব জুয়ারু বাড়ির ভেতরে ঢুকে সাগরের বাবার পেছনে গিয়ে গোলাম দুই হাত দিয়ে ঝাপটে ধরে থাকে আর আকবর ও মোকসেদ আব্দুল মালেকের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মাথার কয়েক জায়গায় জখম হয়। স্থানীয়রা তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করান। সে পুরুষ ওয়ার্ডে ৩৯ নাম্বার বেডে ভর্তি রয়েছে তার মাথায় ৬ টা সেলাই দিতে হয়েছে। গ্রামবাসী জুয়ারু দের কঠোর শাস্তির দাবি জানান এবং ,তৎসঙ্গে এলাকায় জুয়া খেলা মাদক ব্যবসা ও সেবন বন্ধের কথা জানিয়েছেন।